কোতোয়ালী পুলিশের হাতে মাদকব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪

কোতোয়ালী পুলিশের হাতে মাদকব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশনসহ ১ মাদক ব্যবসায়ী ও সিআর ও জিআর মামলার গ্রেফতারী পরোয়ানামুলে ৩ জন আসামীসহ মোট ৪জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালী থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার আহমার উজ্জামান এর নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিআর মামলা গ্রেফতারী পরোয়ানায়মুলে সদরের কিসমত, রহমতপুরের মোঃ ফুরকান হোসেন হৃদয়, ও জিআর মামলার গ্রেফতারী পরোয়ানামুলে -আকুয়া মড়লপাড়ার আবু তাহের ওরফে কাইল্যা (৩২), ও আকুয়া দক্ষিণ পাড়ার পিয়ানুর রহমান পলাশ (২১) গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ০৯ পিস নেশা জাতীয় ইনজেকশন সহ মাদক ব্যবসায়ী রাকিব হাসান (৩৪) গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি নান্দাইল -তসরা চামড়া বাজার (আজিজ মেম্বারের বাড়ীর সাথে) বর্তমান সে পাটগুদাম মদের ডিপো মোঃ শাহীনের বাড়ির ভাড়াটিয়া,।
গ্রেফতারকৃত ৪ জন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।