
You must need to login..!
Description
স্টাফ রির্পোটার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় মাদক মামলায় ৩ জন, সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ২জন, জিআর গ্রেফতারী পরোয়ানামূলে ২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৭ জনসহ মোট ১৪ জন আসামীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ।
ময়মনসিংহ কোতুয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান পুলিশ সুপারের নির্দেশে অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায়ামুলে আসামী ১৫৫ সেনবাড়ী রোডের আঃ মজিদ, ও আঃ মজিদ ও জিআর গ্রেফতারী পরোয়ানায়াভুক্ত আসামী রঘুরামপুর সবজীপাড়ার মোস্তাকিন, ও বলাশপুর আবাসন প্রকল্প, মোঃ ইব্রাহিম (৪০) এবং মাদক আইনে এম সাইফুর রহমান শাকিল(২৮), জয়বাংলা বাজারের আবু বাক্কার ছিদ্দিক (১৩), -চকশ্যামরামপুরের আনোয়ার হোসেন (১৯)কে গ্রেফতার করা হয়েছে।
ডাকাতির চেষ্টা মামলায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন কাচিঝুলি ইটাখোলা রোডের (ভাসমান), মোবারক হোসেন অন্তর (২৭), নাটকঘর লেন (ভাসমান) সঞ্জু ওরফে ডিম (৩৭), ব্রাহ্মপল্লীর (ভাসমান), আপেল (২৬), বাঘমারার মুনতাহা ওরফে রাজু (৩১), কাচিঝুলি জবেদ আলী রোডের নবী হোসেন (৪৩), চর ভবানীপুর কোনাপাড়ার এপি সাং-চরপাড়া বৌবাজার (কন্ট্রাক্টর হাসেম মিয়ার বাসার ভাড়াটিয়া) নাজমুল ইসলাম (২৫) ও কাশর, জেল রোডের মোঃ সুমন (৩২)।
উল্লেখ্য যে, মাদক মামলায় ০৩ জন, সিআর সাজা গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০২জন, জিআর গ্রেফতারী পরোয়ানামূলে ০২ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ০৭ জন সহ মোট ১৪ (চৌদ্দ) জন আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।