ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ আয়োজনে ৬৪তম লাইভ অনুষ্ঠিত

ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ আয়োজনে ৬৪তম লাইভ অনুষ্ঠিত

bmtv new No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ শুদ্ধ সাংস্কৃতিক চর্চ্চার মাধ্যমে দু’দেশের মিলবন্ধনকে আরো সুদৃঢ় করা এবং আগামী দিনের প্রজন্মকে বিকশিত করতে সহায়ক ভুমিকা পালন করবে ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ। এই লক্ষা পুরণে সকলকে আন্তরিক ভালবাসার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভারত বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ আয়োজনে ১৪ নভেম্বর ৬৪তম ধারাবাহিক লাইভ অনুষ্ঠান বক্তারা এসব কথা বলেন।
কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, মোঃ ইসমাইল হোসেন রকি (বাংলাদেশ) .সঞ্চালনায় লা্ইভ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কমিটির সভাপতি করবী চক্রবর্তী ( বাংলাদেশ)। :
ময়মনসিংহ জেলা শাখা কমিটি। সভাপতি, হারুন উর রশীদ ( বাংলাদেশ) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বাধীন দে ( বাংলাদেশ) যুগ্ন সাধারণ সম্পাদক বিধান চন্দ্র দত্ত (বাংলাদেশ), সাহিত্য সম্পাদক সাংবাদিক মতিউল আলম ও সহ দপ্তর সম্পাদক  মৃত্যঞ্জয় দেবনাথ ( বাংলাদেশ)।
এছাড়াও নৃত্য পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা কমিটির জুঁই চক্রবর্তী ( বাংলাদেশ)।
সঙ্গীত পরিবেশন করেন ময়মনসিংহ জেলা শাখার গুলেনূর আলম মারিয়া ( বাংলাদেশ) ও মিথিলা দেবনাথ ( বাংলাদেশ) ।