ডিবির হাতে ১৪’শ পিস ইয়াবা, হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিবির হাতে ১৪’শ পিস ইয়াবা, হেরোইনসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপোটার, বিএমটিভি নিউজঃ ১৪০০ পিস ইয়াবা ট্যাবেলেট ও হেরোইনসহ ০৭ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ময়মনসিংহ জেলা গোয়ান্দা (ডিবি)পুলিশ। গত ২৪ ঘন্টায় অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়।

ডিবির ওসি সফিকুল ইসলাম, জানান, ডিবির এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ গতকাল রাতে ময়মনসিংহের ত্রিশাল থানার বৈলর বাজার হতে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৪৬), সাং- উয়েস্ট ডেমশা, ৫নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, সিএমপি এ/পি সাং- ৩১৪ শেখ মুজিব রোড, জনৈক দুলন সাহেবের বাসা ৪র্থ তলা, থানা- ডবলমুরিং, জেলা সিএমপি, এসআই(নিঃ) মোঃ শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ গতকাল রাতে ভালুকা থানার ভালুকা বাসষ্ট্যান্ড থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী ২। মোঃ জসিম মিয়া (২৪), পিতা-মৃত আফাজ উদ্দিন খান, মাতা-মৃত বকুলা খাতুন, সাং- ষোলহাসিয়া, ৫নং ওয়ার্ড, ৩। কামাল মিয়া (৩০) , সাং দিঘা ফকিরপাড়া, বিল্লাল (২৬) , সাং দিঘা ফকিরপাড়া, সর্ব থানা- গফরগাঁও, আবুল বাশার (৩৮) সাং জয়ধরখালি নতুন বাজারের সাথে, আব্দুল লতিফ (৫২) , সাং কান্দি বেপারীপাড়া উভয় থানা- পাগলা সর্ব জেলা ময়মনসিংহ এবং এসআই(নিঃ) অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ্কআজ ভোরে কোতোয়ালী থানার দাপুনিয়া কাউলটিয়া থেকে ০৫ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী কামরুজ্জামান ওরফে তুহিন (২৪), , সাং-বালাশ্বর, থানা-ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়।
১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০৫ গ্রাম হেরোইন উদ্ধার ০৭ মাদক ব্যাবসায়ী গ্রেফতারের ঘটনায় ভালুকা, ত্রিশাল ও কোতোয়ালী থানায় পৃথক ০৩টি মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।