স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াসহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ১৯ জনকে গ্রেফতার করেছে।
কোতোয়াৃলী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ কাজ করছে। এই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এসআই(নিঃ) আনিছুর রহমান এর নেতৃত্বে অভিযান চালিয়ে গাঙ্গিনারপাড় পালিকা মার্কেটের সামনে হতে মাদক মামলার আসামী বিকাশ পন্ডিত(২২)কে গ্রেফতার করে । সে কোতোয়ালীর বাশবাড়ী কলোনী (মামুন, এর বাসার ভাড়াটিয়া)।
এসআই (নিঃ) জাকির হোসেন (ডিবি) এর নেতৃত্বে নগরীর রঘুরামপুর কুমারী কান্দা মুদি দোকানের সামনে পাক রাস্তার পাশে হতে আসামী মুর্শিদুর রহমান ওরফে লিমন(৩২) গ্রেফতার করে। সে শেরপুর সদর ২৭৬/৭ পূর্ব গৌরীপুরের বাসিন্দা।:বর্তমান: ময়মনসিংহ সদর রঘুরামপুর।
এসআই (নিঃ) নিরুপম নাগ ও এসআই (নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে কোতোয়ালীর ভাবখালী হতে জুয়া আইনে প্রসিকিউশনে চর ভবানীপুর, রফিকুল ইসলাম (৫০), রাজন (২৩), কালীবাড়ী বস্তির, বিল্লাল (৪৫), শহিদ মিয়া (৪২), নাদিম মিয়া (২৪), থানাঘাট বস্তির বিল্লাল হোসেন (৩৫), কালীবাড়ী কবরখানার জাহাঙ্গীর (৩০) কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) উজ্জল সাহা এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী রেলগেইট এলাকা হতে অন্যান্য মামলার আসামী সুনামগঞ্জ তাহেরপুর জাহাঙ্গীর হোসেন (২৭), মাগুরা শালিখা থানার বুনাগাতী চম্পা খাতুন(২৫)কে গ্রেফতার করেন।
এসআই আনিছুর রহমান, এস্আই শাহ মিনহাজ উদ্দিন, এসআই তানজিল আল আসাদুজ্জামান এএসআই রুহুল আমীন, এএসআই সুজন, এএসআই শাহজালাল, এএসআই আমির হামজা গন কোতোয়ালী মডেল থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা চালিয়ে গ্রেফতার করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় শাহজাহান (৩৫), শের আলী ওরফে মালেক, চয়ন (২৫), তানভীর হাসান পিয়াস (২৭), শাওন (২৫), বাদশা, ও আল-আমিন, ও সিআর গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালী ভাবখালীর, নজরুল ইসলাম গ্রেফতার করা হয়।
সর্বমোট ১৯ জন আসামীদের প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।