স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহের ফুলপুরে কাভার্ড ভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা-শেরপুর আঞ্চলিক মহাসড়কে উপজেলার বাশাটী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুরগামী একটি কাভার্ড ভ্যান ফুলপুরগামী একটি মোটরসাইকেলকে চাপা দিলে মোটরসাইকেলের দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। তবে মৃতদের পরিচয় এখনো জানা যায়নি।
এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন ও ফুলপুর ফায়ার স্টেশন মাস্টার আল আমিন বলেন, আমরা কেবল জানলাম। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।