পাবনা থেকে এ কে খান, বিএমটিভি নিউজঃ পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে বিদেশগামী কর্মিদের তিনদিন ব্যাপী বর্হি:গমন প্রশিক্ষণ কোর্স গত ২২ নভেম্বর পাবনা রাজাপুর ভোকেশনাল টি টি কলেজে সমাপ্ত হয়েছে। সকালে টিটিসি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে ১০১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান।
পাবনা করিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান প্রশিক্ষক অমল কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষক মো. মহিউদ্দিন মিয়া ও মো. এরশাদুল সালাম।