আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত হলে হবে না দেশ প্রেমও থাকতে হবে- মসিক মেয়র টিটু

image

You must need to login..!

Description

মতিউল আলম,বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত হলে হবে না দেশ প্রেমও থাকতে হবে। শিক্ষিত হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে লালন করতে হবে। দেশ প্রেম বুকে নিয়ে সুশিক্ষিত হতে হবে।

আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ টাউন হল এড, তারেক অডিটরিয়ামে ময়মনসিংহের এডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন ও নবীন বরণ-২০২১ অনুষ্ঠান প্রধান অতিথির মেয়র টিটু এসব কথা বলেন।


মেয়র ইকরামুল হক টিটু বলেন ,আগামী প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ইতিহাস জানতে হবে। বর্তমান সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে।

এডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ মু কামরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক মাকসুদুল হাসান, আলমগীর মুনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের শিক্ষক মাহবুবুর রহমান হেনরী, ময়মনসিংহ সঙ্গীত বিদ্যালয়ের পরিচালক সাংবাদিক নজীব আশরাফ প্রমুখ। বিষয় ভিত্তিক আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার