ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে ধর্ষকসহ গ্রেফতার ৮

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে ধর্ষকসহ গ্রেফতার ৮

November 26, 2021 783 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ধর্ষকসহ ৮ জনকে গ্রেফতার করেছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৮জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই টিটু সরকারের নেতৃত্বে নগরীর হাজী কাশেম আলী কলেজের  সামনে থেকে ১০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, পাটগুদামের রনি আহম্মেদ ও বাঘমারার আরিফ হাসান তানভীর। এসআই মানিকুল ইসলামের নেতৃত্বে একটি টীম দূর্গাবাড়ী রোডের পাশে হৃদয় এন্টার প্রাইজের ভিতর থেকে জাতীয় পরিচয়পত্রের জাল কপি, সিপিইউ ও মনিটরসহ ওয়ালীউল্লাহকে গ্রেফতার করে। সে কেন্দুয়ার হরিপুরের ইসমাইল হোসেনের ছেলে। এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম কাচিঝুলি এলাকা থেকে চুরি মামলার অন্যতম আসামী রুবেল মিয়াকে গ্রেফতার করে।
এএসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি টীম চিহিৃত ও আলোচিত চোর শফিকুল ইসলামকে এবং এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে একটি টীম রাজধানীর আদাবর থানা এলাকা থেকে ধর্ষন মামলার আসামী চর গোবিন্দপুরের সোহাগকে গ্রেফতার করে।
এছাড়া এসআই মানিকুল ইসলাম ও এএসআই আল আমীন জিআর ও সিআর মামলায় পরোয়ানাভুক্ত দুইজনকে গ্রেফতার করে। তারা হলো, বাঘমারা সামদানী মসজিদ সংলগ্ন আরিফ হাসান তানভীর ও চরকালিবাড়ির শফিউর রহমান সিদ্দিকী। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। ওসি আরো জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়াবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ও জুয়া বন্ধে স্থানীয়দের সহযোগীতা চেয়েছেন ওসি শাহ কামাল আকন্দ।

সাম্প্রতিক