ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের হাতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের হাতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৫

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫জনকে গ্রেফতার করা হয়। এর মাঝে এসআই(নিঃ)সোহেল রানা এর নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকায় দাপুনিয়া কাঠখোলা বাজার কামরুলের সিমেন্টের দোকানের সামনে থেকে ০২(দুই)গ্রাম হেরোইন সহ আসামী মোস্তফা (৩২), উজান ঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।

এসআই(নিঃ) মোঃ আরিফুল ইসলাম এবং এসআই(নিঃ) মানিকুল ইসলাম বিভিন্ন স্থান হতে চুরি মামলায় সজল(২৫), আকুয়া চৌরাঙ্গীর মোড়, প্রান্তদের বাসার ভাড়াটিয়া, কোতোয়ালী,-ময়মনসিংহ এবং মোঃ আলম (৩৫),পরানগঞ্জ বাজার, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) শাহ জালাল এর নেতৃত্বে কোতোয়ালী থানার রহমতপুর এলাকা হতে জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী মোবারক হোসেন, পিতামৃত-আবুল হোসেন, সাং-রহমতপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করনে।

এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন কাতলাসেন চরপাড়া এলাকা হতে সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী খাইরুল ইসলাম,, সাং-কাতলাসেন চরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করনে। প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।