এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে বিদ্যানন্দ কালাদহ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, তাদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শনই হওয়া উচিৎ প্রতিটি মানুষের কর্তব্য। প্রতিবন্ধী ব্যক্তিদের মৌলিক চাহিদাপূরণ, ক্ষমতায়ন এবং দেশের অন্যান্য জনগণের ন্যায় সমঅধিকার নিশ্চিতকরণে সরকার বিভিন্ন কার্যক্রম প্রহণ করছে। সকলেরই এটা ভাবা দরকার যে, প্রতিবন্ধীরা জাতির বোঝা নয়, সম্পদ। এরাও সমাজের অবিচ্ছেদ্য অংশ। আক্তারা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার,১টি সাদাছড়ি,১টি হেয়ারিং এইড বিতরণ করা হয়। আয়োজনে বিদ্যানন্দ দুঃস্থ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা দিবসটি উদযাপনে সহযোগীতায় ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও রান ডেভেলপমেন্ট সোসাইটি বাংলাদেশ। অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন, মো: আব্দুল খালেক সহ:সভাপতি বিদ্যানন্দ দুঃস্থ ও প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, রেজাউল করিম প্রধান শিক্ষক বিদ্যানন্দ কালাদহ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়, নাদিয়া হোসাইন প্রোগ্রাম অফিসার ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন,শেমলা শান্তি কোরাইয়া প্রোগ্রাম অফিসার ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন, অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক আরিফ রাব্বানী।