স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে গাঁজাসহ মোট ০৩ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ারী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান এস আই(নিঃ) আবুল কাশেম এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালীর আনন্দিপুর সাকিনস্থ জয় বাংলা বাজার হতে তারাকান্দা যাওয়ার পথে জনৈক রুসমত খান এর বাড়ীর সামনে হতে ০১ কেজি ৭০০ গ্রাম গাজা সহ আসামী মোঃ সাব্বির আহমেদ শিবলী ওরফে হৃদয়(২৫), পিতা-মোঃ মোক্তার হোসেন, স্থায়ী: গ্রাম- চর আনন্দীপুর (চর আনন্দিপুর) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) খোরশেদ আলম এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালীর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে ডেইরী ফার্মে হতে ৫০(পঞ্চাশ)গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আনিছুর রহমান অনিক(২৫), পিতা-আবু তালেব ,স্থায়ী: গ্রাম- মধ্য বাড়েরা (মধ্য বাড়েরা) , উপজেলা/থানা- ময়মনসিংহ সদর, জেলা –ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে একটি টিম কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন তিনকোনা পুকুরপাড় সানকিপাড়া এলাকা হতে আসামী ১। অন্তর ইসলাম (২০), পিতা-শফিক মিয়া, সাং-তিনকোনা পুকুরপাড়, সানকিপাড়া, কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে চুরি মামলায় সন্দিগ্ধ হিসাবে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।