পাবনায় স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে সোমা ক্লিনিকের যাত্রা শুরু

পাবনায় স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে সোমা ক্লিনিকের যাত্রা শুরু

bmtv new No Comments

পাবনা থেকে এ কে খান, বিএমটিভি নিউজঃ ঃ পাবনা শহরেরর প্রাণ কেন্দ্রে অবস্থিত স্বাস্থ্যসেবার অঙ্গীকার নিয়ে গতকাল যাত্রা শুরু করেছে “সোমা ক্লিনিক” নামে একটি বেসরকারী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের। পাবনা শহরের আতাইকুলা রোর্ড সংলগ্ন জুবলী ট্যাংকের উত্তর পার্শ্বে বিশ্বাস ভবনে স্থাপিত ক্লিনিক গতকাল পরিদর্শন করেন পাবনার সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী। তিনি সরেজমিন পরিদর্শন করে ক্লিনিকের পরিবেশ দেখে সম্তোষ প্রকাশ করেন। সিভিল সার্জনকে ফুল দিয়ে স্বাগত জানান ক্লিনিকের চেয়ারম্যান সমাজ সেবক সিরাজুল ইসলাম খান। এসময় সোমা ক্লিনিকের ডাঃ ফজলে রাব্বী সাগর, ডাঃ শুভ, নার্স ও অন্যান্য স্টাফগন উপস্থিত ছিলেন।