গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভরভরা নামাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের কাইয়ুম মিয়ার ছেলে ও ষষ্ঠ শ্রেণির ছাত্র উছমান ওরফে রামিম (১২) এবং একই গ্রামের ইলেকট্রিশিয়ান রাজিব (২১)।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের ওই গ্রামের কাইয়ুম মিয়ার বাড়ির বিদ্যুৎ-সংযোগ লাইনের তার মাটিতে নামিয়ে গাছের ডাল কাটছিলেন। গাছ কাটা শেষ করে বিদ্যুতের লাইন ঠিক করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই দুজন পাশের পুকুরে ছিটকে পড়ে। টের পেয়ে বাড়ির লোকজন দুজনকে মৃত অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে।