You must need to login..!
Description
এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে প্রতিরোধে আয়োজিত এক গোল টেবিল বৈঠকের আয়োজন করেন ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। বৈঠকে বক্তারা বলেন পরিবার থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ প্রতিটি ঘটনা পরিবার থেকে শুরু হয়। পরে তা সামাজিক ভাবে রূপ নেয়। এজন্য অপরাধের শুরুতেই প্রতিরোধের ব্যবস্থা নিলেএক সময় এ ধরনের অপরাধ বন্ধ করা সম্ভব হবে। সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালাদহ দাখিল মাদ্রাসায় ফুলবাড়ীয়া এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই গোল টেবিল বৈঠকের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মো: আ: মুন্নাফ,সুপার কালাদহ দাখিল মাদ্রাসা।
আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন পারভিন বলেন, আমরা কাগজে কলমে না করে সরজমিনে কাজ করলে সফলতা বেশি পাবো। সুশীল সমাজের প্রতিনিধিরা তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, আমরা যদি ছোট থেকেই আমাদের সন্তানদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করি তাহলে তারা সমাজে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠবে। ছেলে ও মেয়ে শিশুকে আমরা সমান চোখে দেখবো। তাদের মতামতকে গুরুত্ব দেব। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিজের পরিবারকে সচেতন করার পাশাপাশি আমাদের আশেপাশের লোকজনদের সচেতন করবো।
আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নাদিয়া খাতুন, মো: মোবারক আলী সভাপতি কালাদহগ্রাম উন্নয়ন কমিটি,মেহেরুন নেছা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি, পল্লবী দাস (সিসিডিবি), বিভিন্ন এলাকার শিক্ষক, ধর্মীয়নেতা,সাংবাদিক,অভিভাবক,শিশু ও যুবফোরাম, এনজিও প্রতিনিধি,গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।