শিশুদের নিরাপদ রাখতে আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ান- সিভিল সার্জন

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ শিশুদের নিরাপদ রাখতে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদর আগামী ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানোর আহবান জানিয়েছেন ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ময়মনসিংহ জেলার ৩ হাজার ৬৫৬ টি টিকাদান কেন্দ্রে মাধ্যমে ৮ লাখ ২৬ হাজার ৮৯০ জন শিশুকে ভিটামিন “এ” প্লাস খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদেরকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের হল রুমে সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন এসব কথা জানান। ইপিআই জেলা সুপারিনটেনডেন্ট এমদাদুল হকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ পরীক্ষিত কুমার পাড়, মেডিকেল অফিসার ডাঃ ফয়সল আহমেদ ও ময়মনসিংহ প্রেসক্লাবের সহ সভাপতি এ জেড এম ইমাম উদ্দিন মুক্তা। সিভিল সার্জন জানান, ময়মনসিংহ জেলার ১টি সিটি করপোরেশন, ২টি পৌরসভা ও ১৪৬টি ইউনিয়নে ৩ হাজার ৬৫৬ টি টিকাদান কেন্দ্রে ভিটামিন “এ” প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এব্যাপারে সকলকে সহযোগিতার জন্য আহবান জানিয়েছেন সিভিল সার্জন।
এছাড়া কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরােধে ক্যাম্পেইন পরিচালনায় কেন্দ্রসমূহে স্বাস্থ্যবিধি অনুসরণ করা আবশ্যক। যেমন- মুখে মাস্ক পরা, সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে ভালভাবে বার বার দুই হাত ধৌত করা/হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বার বার হাত পরিষ্কার করা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে কার্যক্রম পরিচালনা করা।  কর্মসূচির দিনে ৩ হাজার ৬৫৬টি কেন্দ্রের মাধ্যমে ৭ হাজার ৩১২ স্বেচছাসেবক ও ৬০০ জন সুপারভাইজারের তত্ত্বাবধানে এই কর্মসূচী পালন করা হবে। উল্লেখ্য যে, বাংলাদেশ সরকারের সরবরাহকৃত এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমােদিত ল্যাবরেটরীতে পরীক্ষিত এবং শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ।