স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ারী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান পুলিশ সুপারের নির্দেশে বিভাগীয় নগরীর আইন শৃংখা নিয়ন্ত্রনে রাখতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ)উজ্জল সাহা, এএসআই(নিঃ)শামীম আল মামুন এবং এএসআই(নিঃ) হযরত আলীদের নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকার বিভিন্ন স্থান হতে জিআর পরোয়ানা মূলে আসামী মুক্তার হোসেন ওরফে মুক্তা (৩০), সাং-সানকিপাড়া শেষ মোড়, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ এবং রনি ওরফে কাইল্যা রনি, পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে, থানা-কোতোয়ালী, ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন বাঘমারা পুরাতন মেডিকেল গেইট রোডস্থ নূর হোসেনের চায়ের দোকানের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে ১০গ্রাম হ্রেরোইন সহ মাদক ব্যবসায়ী রনি ওরফে কাইল্যা রনি, , সাং-পাটগুদাম হাজী কাশেম আলী কলেজের পিছনে, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) অমিত হাসান এর নেতৃত্বে কোতোয়ালী থানার কাচিজুলি ইটা খোলা রোড সাকিনস্থ জনৈক মোঃ ওয়াহিদুল ইসলাম @ টুনো অটো রিক্সার গ্যারেজ এর সামনে পাকা রাস্তা হতে ০২ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪০), সাং-কাচিজুলি ইটাখোলা রোড, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) তানজিল আল আসাদ এর নেতৃত্বে কোতোয়ালী থানার চর পুলিয়ামারী সাকিনস্থ কিশোরগঞ্জ রোড পল্লী বিদ্যুৎ সংলগ্ন মরহুম মনির উদ্দিন মেম্বার এর মৎস মার্কেটের সামনে হতে ০১টি পুরাতন ০৩ (তিন) চাঁকা চালিত অটোরিক্সা যাহার রং নীল ও কালো যাহার পিছনে লেখা পৌর এলাকার ব্যাটারী চালিত রিক্সা লাইসেন্স নং- ২০২১-২০২২ এবং পৌরসভা নেত্রকোনা লাইসেন্স নং-নেত্র-০১১০, মেয়াদ ৩০শে জুন, ২০২২, আল মদিনা ০১৯১৫-২১০৭২২ এবং অটোরিক্সার সহিত পুরাতন ০৪(চার)টি ব্যাটারী সংযুক্ত যাহার মূল্য অনুমান ৫৫,০০০(পঞ্চান্ন হাজার) টাকাসহ চোর রফিকুল ইসলাম (২৬), সাং-মধুপুর হেলচিয়া, থানা-বারহাট্টা, জেলা-নেত্রকোনাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে ০২টি ওয়ারেন্ট ও ০১টি মাদক মামলা (জিআর+২ এবং মাদক)
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।