স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে নানা আয়োজনে বিশ্বমানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ময়মনসিংহ জেলা, মহানগর এবং বিভাগীয় কমিটির উদ্যোগে মানববন্ধন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনের আয়োজন করেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ) জেলা, মহানগর এবং বিভাগীয় কমিটি। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনটির
বিভাগীয় শাখার সভাপতি আজিজুল হক, সাধারন সম্পাদক ফয়জুর রহমান, মহানগর শাখার সভাপতি শাহ আলম, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মাহমুদুর রহমান সুরুজ এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর প্রমুখ। পরে একটি র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়।
অপরদিকে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ময়মনসিংহের ফুলপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশন ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক প্রমূখ।