দুবলিয়া পুলিশ ক্যাম্পে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারীদের মতবিনিময়

দুবলিয়া পুলিশ ক্যাম্পে ইউপি নির্বাচনে অংশগ্রহণকারীদের মতবিনিময়

bmtv new No Comments

পাবনা থেকে এ কে খান : বিএমটিভি নিউজঃ পাবনা জেলার আতাইকুলা থানার দুবলিয়া পুলিশ ক্যাম্প কর্তৃক আয়োজিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে, নির্বাচন কমিশন আরোপিত নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নির্বাচনে অংশগ্রহণকারী চেয়ারম্যান, মেম্বার ও সংরিক্ষত মহিলা প্রার্থীদের নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা গত কাল ১০ ডিসেম্বর দুবলিয়া পুলিশ ক্যাম্পে অনুষ্ঠিত হয়। আলোচনা ও মতবিনিময় সভায় প্রার্থীদের উদ্দেশ্য বক্তব্য প্রদান করেন দুবলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ শফিউল আলম ও এ এস আই মোঃ রেজানুর রহমান। এছাড়া অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাদুল্লাপুর ইউনিয়নের সেক্রেটারি নৌকা প্রতিকের প্রাথী মোঃ রইচ উদ্দিন খান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মাজেদ আলী মোল্লা ও মোঃ আঃ আলীম মোল্লা প্রমুখ বক্তব্য প্রদান করেন। সভায় দুবলিয়া পুলিশ ক্যাম্পের টিম ইনচার্য মোঃ শফিউল আলম ও ক্যাম্পের পক্ষ হতে সকল প্রার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তাদের সাথে নির্বাচন আচরনবিধি ও নিতিমালা সম্পর্কে আলোচনা করা হয়। সকল প্রার্থী নির্বাচনে আচরণ বিধি যথাযথ পালন করার প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা ও মতবিনিময় সভায় ক্যাম্পের স্টাফ,ইউনিয়নের ৩৬ জন প্রার্থী সহ এলাকার বহু গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর পাবনা সদর উপজেলা তথা সাদুল্লাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।