স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৬ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
এসআই(নিঃ)তানজিল আল আসাদ, এসআই(নিঃ)অমিত হাসান এবং এএসআই(নিঃ)দেলোয়ার হোসনদের নেতৃত্বে কোতোয়ালী থানা বিভিন্ন এলাকা হইতে জিআর পরোয়ানাভূক্ত আসামী রুবেল আলম, সাং-কৃষ্টপুর, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ হাবিবুর রহমান
(৫৫), সাং-বীর বওলা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতারকরেন।
এসআই(নিঃ)অমিত হাসান এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন পাটগুদাম ব্রীজ মোড় হইতে নিয়মিত মামলার আসামী। শামীম (৩৫), সাং-পাটগুদাম ব্রীজ (নীল কলোনী), C/O লেংড়ী @কুলসুমের মেয়ের জামাই, মদের ডিপো রেলওয়ে কোয়াটার, রুবেল আলম (২৮), সাং-বলাশপুর নদীরপাড়, বলাশপুর আবাসন পূর্ব-১, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)আমিনুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালী থানাধীন পরাগঞ্জ বাজার হইতে নিয়মিত মামলার আসামী হাবিবুর রহমান (৫৫), পিতা-মৃত আব্দুল জব্বার, সাং-বীর বওলা, থানা কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট ও মামলা রয়েছে। গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।