আলোচিত সুহেল হত্যা মামলার অন্যতম আসামি মাসুদ গ্রেফতার
December 12, 2021
726
No Comments
You must need to login..!
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের মুক্তাগাছা থানার আলোচিত সুহেল হত্যা মামলার অন্যতম আসামি মাসুদকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাবেআজ রোববার শনিবার দুপরে ময়মনসিংহ ক্যাম্পের এর একটি বিশেষ আভিযানিক দল মেজর আখের মুহম্মদ জয় এবং সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন এর নেতৃত্বে গাজীপুর জেলার টঙ্গী এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্ট ভূক্ত হত্যা মামলার আসামি পলাতক মাসুদ রানাকে (৩৬) গ্রেফতার করে। মাসুদ রানা মুক্তাগাছা থানার গড়বাজাইল পূর্ব পাড়া এলাকার মকবুল হোসেনের ছেলে।সোহেলকে আটকের পর মুক্তাগাছা থানায় হস্তান্তনর করেছে র্যাব।