স্টাফ রিপোর্টার বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাম্মদ আহার উজ্জামানের নির্দেশে বিভাগীয় নগরীসহ জেলা সদরের আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচেছ। এরই অংশ হিসাবে মঙ্গলবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৫ অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এর মাঝে এসআই অমিত হাসান ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গেইটের সামনে থেকে মদ্যপান করে মাতলামি করা অবস্থায় মাসকান্দা গোরস্থান সংলগ্ন গনসার মোড়ের কাউছার আহম্মেদকে গ্রেফতার করে। এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে শম্ভুগঞ্জ মোড় এলাকা থেকে নিয়মিত মামলার আসামী চর নীলক্ষিয়ার মোঃ মোকসেদ খান খোকনকে গ্রেফতার করে। এসআই কুমোদলাল দাসের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে আকুয়া ভাংগাপুল এলাকা থেকে নিয়মিত (চুরি) মামলার সন্দিগ্ধ আসামী আকুয়া হাবুন বেপারীর মোড়ের আঃ মালেককে গ্রেফতার করে। এএসআই আমির হামজা এবং এএসআই মঞ্জুরুল হক অভিযান পরিচালনা করে সিআর মামলায় পরোয়ানাভূক্ত আসামী চরপাড়া কপিক্ষেত এলাকার আলী আজগর ওরফে সারোয়ার ও হেলাল উদ্দিনকে গ্রেফতার করে।