December 16, 2021
168
No Comments

You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ স্বাধীনতার ৫০ বছরপুর্তিতে বৃহস্পতিবার ময়মনসিংহ নারী কল্যাণ সমিতি (পুনাক) বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। বৃহস্পতিবার সকালে পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার পত্নী কানিজ আহমারের নেতৃত্বে নগরীল পাটগুদাম ব্রীজ সংলগ্ন স্মৃতিসৌধে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দি, পুনাক সদস্য ইশরাত তানজিয়া, তানজিনা আফরোজ, ফারহানা ইসলাম, রায়হানা তাহসিন সহ অন্যান্যরা সাথে ছিলেন।