ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৬

December 20, 2021 168 Views

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে পরোয়ানাভুক্তসহ বিভিন্ন অপরাধের দায়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিযন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে নিয়মিত অভিযান এর অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

এর মাঝে এসআই নিরুপম নাগের নেতৃত্বে একটি টীম উজান ঘাঘড়া বেলতলী মোড় রতন মিয়া, এসআই দিদার আলমের নেতৃত্বে একটি টীম চরপাড়া ইডেন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিকের সামনে থেকে মোঃ বাবুকে গ্রেফতার করে।
এসআই আশিকুল হাসানের নেতৃত্বে একটি টীম পাটগুদাম ব্রীজ মোড় থেকে শহীদ, এসআই আবুল কাশেম, এসআই আশিকুল হাসান এবং এএসআই ইলিয়াছ খান পৃথক অভিযান চালিয়ে জিআর মামলায় পরোয়ানাভূক্ত রঘুরামপুরের মোঃ আল আমীন, ভাটি দাপুনিয়ার আকছামুল হক হীরা ও কেওয়াটখালী সুইপার কলোনীর রোমানকে গ্রেফতার করে। সোমবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এ অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি জানান।

সাম্প্রতিক