ফুলবাড়ীয়া প্রতিনিধি :বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে ।মঙ্গলবার সকাল থেকে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট পুষ্টকরণ প্রকল্প প্রাণিসম্পদ অধিদপ্তর ফার্মগেট ঢাকা অর্থায়নে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। প্রশিক্ষণে ২০জন খামারীকে প্রশিক্ষণ করানো হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃমিজানুর রহমান, উপজেলা ভেটেনারি সার্জন ডা:মো:জাহাঙ্গীর আলম প্রমুখ ।
সংক্রমণ রোগ দমনের গবাদিপশু হাঁস-মুরগী কে নিয়মিত টিকা দিন । কৃমি দমনে গবাদিপশু ও হাঁস-মুরগিকে নিয়মিত কৃমির ঔষধ খাওয়ান।