স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৮ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৮ জন জনকে গ্রেফতার করা হয়েছে। এসআই(নিঃ) মেহেদী হাসান এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর মাসকান্দা বাসস্ট্যান্ড সংলগ্ন স্বদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক এর সামনে হতে ২১ (একুশ) পিস ইয়াবা
ট্যাবলেট, ওজন ২.১(দুই দশমিক এক)গ্রাম, মূল্য ৪,২০০/- (চার হাজার দুইশত) টাকা সহ মাদক মামলায় এজাহার নামীয় আসামীআনোয়ার হোসেন (২৫), সাং-উজানঘাগড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ এর নিকট হতে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)আরিফুল ইসলাম, এসআই(নিঃ) আমিনুল ইসলাম, এসআই(নিঃ) তাইজুল ইসলাম, এসআই(নিঃ)অসীম কুমার দাস, এসআই (নিঃ)খোরশেদ আলম, এসআই(নিঃ)ফারুক আহম্মেদ অত্র থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থান হতে জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানামূলে আসামী মঞ্জুরুল হক সাং-দক্ষিন চরকালীবাড়ী, (সুরুজ আলী ডাল মিল সংলগ্ন), স্থায়ী ঠিকানা-বাট্টানয়াপাড়া, পাগলা বাজারের সাথে, হালুয়াঘাট রোড, থানা-সদর, রিয়াজ(২২)সাং-সানকিপাড়া শেষ মোড়, কবির(৩১), সাং-মধ্য বাড়েরা, বেগম, স্বামী-নজরুল ইসলাম, সাং-রঘুরামপুর, টানপাড়া, মোছাঃ বেগম আক্তার, , সাং-রঘুরামপুর, বৈলদাপাড়া, বেগম আক্তার, , সাং-রঘুরামপুর, বৈলদাপাড়া, থানা-কোতোয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট আছে।