You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৮ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, মাদক ও জুয়ামুক্ত অঞ্চল গড়তে পুলিশ কাজ করছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ৮ জন জনকে গ্রেফতার করা হয়েছে। এসআই(নিঃ)শাহ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর শম্ভুগঞ্জ ব্রীজ টোল প্লাজার পূর্ব পার্শ্বে মহাসড়কে ২,৯৪৬ (দুই হাজার নয়শত ছিচল্লিশ) পিচ ভারতীয় অবৈধ কিটকাট চকলেট, নগদ ৫,৮৮০/টাকা ও ০২টি মোবাইল সেট, মোট মূল্য অনুমান ৮৩,৩১০/-টাকা সহ ভারতীয় অবৈধ পণ্য ভারত থেকে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশের রাজস্ব ফাকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পন্য সামগ্রী বিক্রয়ের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে চোরাকারবারী আসামী ইয়ারুল ইসলাম (৩০), সাং-মুগারঝোর, থানা-নাজিরপুর, জেলা-পিরোজপুর, ও দেলোয়ার হোসেন (৪০),, সাং-গারাইকুটি, থানা-মুক্তাগাছা, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ)কল্পনা আক্তার সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় কোতোয়ালী মডেল থানাধীণ চরলক্ষীপুর টোল প্লাজার পূর্ব পার্শ্বে হতে ২৩(তেইশ) বোতল ভারতীয় Royal Challenge মদ, সর্বমোট ওজন ১৬.১২৫ লিটার, মোট মূল্য অনুমান ১৬,২০০/-(ষোল হাজার দুইশত) টাকা সহ নিষিদ্ধ মাদকদ্রব্য ভারতীয় মদ নিজ হেফাজতে রেখে ক্রয় বিক্রয় করার অপরাধে মাদক ব্যবসায়ী মাজহারুল ইসলাম(২৪), , সাং-কান্দাপাড়া, থানা-কলমাকান্দা, জেলা-নেত্রকোনা’কে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) আরিফুল ইসলাম এবং এএসআই(নিঃ)মিজানুর রহমান এর যৌথ অভিযানে সিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী সাগর মিয়া, পিতামৃতঃ আঃ গফুর, সাং-চর কালীবাড়ী, মিল গেইট বাজার (ভাইবোন এন্টারপ্রাইজ দোকানের পিছনে), থানা-সদর, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী থানাধীন চরকালীবাড়ী মিল গেইট এলাকা হতে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) শাহ মিনহাজ উদ্দিন এর পুরাতন মামলায় ০৩জন হাজতী আসামী তোফায়েল (২২), পিতা-দুলাল, ২।আমিনুল (২০), পিতা-মোঃ চাঁন মিয়া, উভয় সাং-আকুয়া দক্ষিনপাড়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ, ৩।কবির(২০), পিতা-ইসমাইল হোসেন, সাং-দত্তপাড়া গাংপাড়, থানা-মুক্তাগাছা, এপি/সাং-মাসকান্দা গনসার মোড় (সিফাতের বাসার ভাড়াটিয়া), থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদেরকে বিজ্ঞ আদালতে শোন এরেষ্ট এর আবেদনক্রমে মামলায় গ্রেফতার দেখানো হয়।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।