স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ নগরীতে মোটা অংকের চাঁদার দাবীতে জমি দখলের পায়তারার অভিযোগে কোতোয়ালী মডেল থানায় মামলা করেছে শফিকুল ইসলাম। মামলা নম্বর ৬৬, তারিখ ২২-১২-২১ইং। নগরীর ১১৮,জেল রোডস্থ কাশর এলাকার ৫ কোটি টাকা মুল্য নির্ধারণ করে ১৮ শতাংশ জমি শফিকুল ইসলামসহ ১৮ জনে বায়না মুলে ক্রয় করে। জমির ক্রেতাগণ জমি বুঝিয়ে পেয়ে সাইনবোর্ড দিলে একাধিকবার ভাংচুর করে। ১৫ লাখ টাকা ও ৬টি প্লাট নির্মাণ করে দেয়ার চাঁদা দাবী করে স্থানীয় বিল্লাল হোসেন ও মোঃ মাহফুজুর রহমান দুই ভাই। আজ সোমবার বিকালে ময়মনসিংহ প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা জানান, আজিজুর রহমান ও শফিকুল ইসলাম গংরা। এসময় সাংবাদিক সম্মেলনে ক্রেতাদের পক্ষে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, মোঃ রাজু মামুন, দেলোয়ার হোসেন ও ইমরান উদ্দিন পাঠান। সাংবাদিক সম্মেলনে তারা জানান, ময়মনসিংহের পুলিশ সুপারের কাছে অভিযোগ করলে পুলিশ সুপার ওসি ডিবিকে তদন্তের নির্দেশ দেন। ডিবির তদন্ত করে জানান, আর বিল্লাল গংরা চাঁদা দাবী করবে না। জমিতে বেদখল করার চেষ্টা করবে না। কিন্ত বারবার বিল্লাল গংরা পায়তারা চালাচ্ছে। এতে জমির ক্রেতারা আতংকের মধ্যে রয়েছে। আজিজুর রহমান আরো জানান, এই জমির মালিক আনোয়ারা খাতুন, তার নামে সিএস, আরওআর, ও বিআরএস রয়েছে। তার ওয়ারিশগণদের কাছ থেকে তারা জমি ক্রয় করেছেন। ১৮ শতাংশ জমি নির্ভাজাল জমি। ##