স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ : গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে ২ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছ। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অভিযোগে ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) নিরুপম নাগ এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর রাজগঞ্জ সাহেব কাচারী বাজার এলাকা হতে জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী রুহুল আমীন (৩৫), -রাজগঞ্জ সাহেব কাচারী বাজার, সোর্স খোকন বাড়ীর সাথে থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এএসআই(নিঃ) সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে কোতোয়ালীর চর জেলখানা খাগডহর ঘুণ্টি এলাকা হতে জিআর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী রজব আলী, সাং-চর জেলখানা (খাগডহর ঘুন্টি), থানা-কোতোয়ালী,ময়মনসিংহকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।