
You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আগামী ৫ জানুয়ারী ভোট গ্রহণ করা হবে।তবে ভোটের আগেই উপজেলার ১১টি ইউপিতে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থীরা বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। বাকি ৪ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর প্রতিদ্বন্দী দলেরই বিদ্রোহী প্রার্থীরা। এছাড়া ১৫ ইউপিতে সাধারণ ও সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠি হচ্ছে। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে বিছিন্ন কিছু সংঘর্ষ ছাড়া আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গত ২৭ ডিসেম্বর টাংগাব ইউনিয়নে নির্বাচনকালীন দেশীয় অস্ত্র হেফাজতে রাখার অভিযোগে পাগলা থানার উপপরিদর্শক(এসআই) আক্তারুজ্জামান বাদী হয়ে ৯ জনকে আসামী করে মামলা দায়ের করেন।
এ ঘটনায় পুলিশ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে টাংগাব ইউনিয়নের বারইহাটি এলাকা থেকে এই মামলার পলাতক আসামী টাঙ্গাব ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম খান পলাশের (আনারস প্রতীক) ভাই বিপুলকে গ্রেফতার করে। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান বলেন, সংশ্লিষ্ট মামলায় আসামী বিপুলকে পুলিশ গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।