ময়মনসিংহে ডিবির অভিযানে নারীসহ দুই মাদক ব্যবাসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে নারীসহ দুই মাদক ব্যবাসায়ী গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ  ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে নারীসহ দুই মাদক ব্যবাসায়ীকে কালে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার রাতে জেলা সদরের সাহেব কাচারী এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১০৫ পিচ নেশাজাতীয় ইয়াবা টেবলেট উদ্ধার করা হয়। অফিসার-ইনর্চাজ জেলা
এসআই মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্সসহ পরিচালিত অভিযানে গ্রেফতারকৃতরা হলো, মোছাঃ শাহিনুর বেগম ও আলমগীর সরকার। তাদের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। শুক্রবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।