স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৯ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও আদালতে চলমান মামলা সমুহ দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষে আদালত কর্তৃক জারীকৃত পরোয়ানা তামিলে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এ লক্ষে গত ২৪ ঘন্টায় বিভিন্ন অপরাধের দায়ে এবং পরোয়ানাভুক্তসহ ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) সোহেল রানা এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালীর শম্ভুগঞ্জ রেলস্টেশন রোড মায়ের দোয়া কসমেটিক সেন্টার এর সামনে হতে মাদক মামলার আসামী রঘুরামপুর কসাইপাড়ার মোর্শেদ আলী (৪৫)কে গ্রেফতার করেন
এবং তার নিকট হতে ১০(দশ)লিটার দেশীয় তৈরী চোলাই মদ, যাহার মূল্য অনুমান (১০x৫০০)=৫,০০০/-(পাঁচ হাজার) টাকা উদ্ধার করেন।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে কোতোয়ালীর ময়নার মোড় হতে দস্যুতা মামলার সন্দিগ্ধ আসামী বাঘমারার রাজু (২৫), বেলতলী টেকেরভিটার ইসহাক (২৫), কে গ্রেফতার করেন।
ইহা ছাড়াও এসআই(নিঃ)নিরুপম নাগ, এসআই(নিঃ)মেহেদী হাসান, এএসআই(নিঃ)আবুল কালাম আজাদ, এএসআই(নিঃ)রুহুল আমীন, এএসআই(নিঃ) সুজন চন্দ্র অত্র থানা এলাকার বিভিন্ন স্থান থেকে সিআর পরোয়ানায় কোতোয়ালির বন্দমদলের সজিব মিয়া (৩২), ভাটি ঘাগড়ার আনোয়ার হোসেন ফারুক, চর নিলক্ষীয়া উজান পাড়ার সুজন মিয়া, লিটন মিয়া, শহিদ মিয়া, নূরু মিয়া, মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।