ময়মনসিংহ ডিবির অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল, গাঁজাসহ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহ ডিবির অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল, গাঁজাসহ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ পৃথক দুটি অভিযানে ৪০ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজাসহ ৪ মাদকব্যবসায়ী গ্রেফতার করেছে।

ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম, জানান, ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান নির্দেশনায় অপরাধ দমনে জেলায় নিয়মিত অভিযান চলছে। এর অংশ হিসেবে আই(নিঃ) মোঃ আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ গত ১৪ ফেব্রুয়ারী সকালেকোতোয়ালী মডেল থানার মাসকান্দা এলাকা হতে ৪০ বোতল ফেন্সিডিলসহ রংপুর মেট্রোপলিটন ২২ নং ওয়ার্ড, কামারপাড়ার মাদক ব্যবসায়ী মিঠু (৩৫), মিঠাপুকুর থানার বিশ্বনাথপুরের কবির মিয়া (২৯) ,রংপুর মেট্রোপলিটন পরশুরাম, দক্ষিন কোবারুর মোঃ আব্দুল খালেক (৫০)কে গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা ময়মনসিংহ এর অপর অভিযানে এসআই(নিঃ)মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ গত রাতে ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ভালুকজান এলাকা হতে ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী লিয়াকত আলী(৫২), কে গ্রেফতার করা করেন। ৪০ বোতল ফেন্সিডিল এবং ১ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে ৪ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় এবং ফুলবাড়ীয়া থানায় পৃথক পৃথক ২টি মামলা দায়ের করা হয়। আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

LATEST POSTS