স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ধোবাউড়ার দক্ষিণ মাইজপাড়া গাছুয়াপাড়া স্কুল মাঠে আজ রবিবার রাত ৮ টায় অনুষ্ঠিত হয় সপ্তনীল মুক্ত মহাদলের দ্বিতীয় অ্যাডভাঞ্চারের সমাপনী অনুষ্ঠান। ঢাকা থেকে আগত সপ্তনীল মুক্ত মহাদল (স্কাউট) ২য় অ্যাডভাঞ্চার-২০২২ এর সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আশরাফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সপ্তনীল মুক্ত মহাদল এর সভাপতি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন খায়রুল ইসলাম রতন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে, অ্যাডভাঞ্চারের সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক শামসুল হক মৃধা, জ্যোতিষ চন্দ্র রায়, আজহার ও সোহরাব প্রমূখ। ৩দিন দিনের অ্যাডভাঞ্চার সম্পর্ণ করতে সার্বিক সহযোগিতা করার জন্য সদস্য ও এলাকার নেতৃবৃন্দের ধন্যবাদ জানান সপ্তনীল মুক্ত মহাদল সম্পাদক সায়েদ বাসিত।