You must need to login..!
Description
উত্তরাঞ্চলীয় প্রতিনিধি আব্দুল খালেক খানঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন ডাঃ এ.কে আজাদ খান।
বুধবার ( ১৭ ফেব্রুয়ারী) বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজের কনফারেন্স হলে এই মতবিনিময় অনুষ্টানের আয়োজন কারা হয় ।
এই সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান। টিএমএসএস’র প্রতিষ্ঠাতা নির্বাহী ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য প্রদান করেন টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডাঃ মোঃ মতিউর রহমান,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী উপদেষ্টা অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল,টিএমএসএস পরিচালনা পর্ষদের উপদেষ্টা আয়শা বেগম, টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ শাহজাহান আলী সরকার প্রমূখ। মতবিনিময়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা,কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। উল্লেখ্য টিএমএসএসের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ডাঃ এ.কে আজাদ খানকে সম্মননা ক্রেস্ট প্রদান করেন টিএমএসএস‘র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, টিএমএসএস মেডিকেল কলেজের চেয়ারম্যান এবং আনসার ভিডিপি উন্নয়ন বাংকের পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম। মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন উপস্থাপন করেন টিএমএসএস গ্র্যান্ড হেল্থ সেক্টরের চিকিৎসা শিক্ষা-১ ডোমেইন প্রধান অধ্যাপক ডাঃ অনুপ রহমান চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন টিএমসি‘র প্রসাশনিক কর্মকর্তা মোঃ সজিবুর রহমান। এ মতবিনিময় সভায় নির্বাহী পরিচালকের ব্যক্তিগত সহকারী মোঃ ফেরদৌস রহমান,গন্যমান্য ব্যক্তি বর্গ, এনজিও কর্মী, সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।