You must need to login..!
Description
বিএমটিভি নিউজ ডেস্কঃ বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয় বাউবি পরিচালিত বিএ/বিএসএস (নিশ-২) প্রোগামের দক্ষিণ কোরিয়ায় ভর্তিকৃত ২০১৯ ব্যাচের প্রথম বর্ষের (১ম ও ২য় সেমিস্টার) পরীক্ষা ২০ ফেব্রুয়ারি ২০২২, রবিবার অন-লাইনে অনুষ্ঠিত হয়। গুগল ক্লাশরুম ব্যবহার করে দুপুর ১২.০০টা থেকে ৩.০০টা পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত এ পরীক্ষায় ৮০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালীন বাউবি’র গাজীপুরস্থ ই-লার্নিং সেন্টার হতে বাউবি’র উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল এর ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এএসএম নোমান আলম, কম্পিউটার বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মাসুম বিল্লাহ ও ইন্টারন্যাশনাল একাডেমিক প্রোগাম উইং এর যুগ্ম পরিচালক সঙ্গীতা মোরশেদ পরীক্ষা পর্যাবেক্ষণ করেন। আগামী ২৯ মে ২০২২ এ পরীক্ষা শেষ হবে।
বাউবিতে অর্গানোগ্রাম ও একাডেমিক মাস্টার প্ল্যান-এর সমন্বয়করণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ উন্মুক্ত বিশ^বিদ্যালয়ে গাজীপুর ক্যাম্পাসের সেমিনার হলে ২০ ফেব্রুয়ারি, ২০২২ রবিবার অর্গানোগ্রাম ও একাডেমিক মাস্টার প্ল্যান-এর সমন্বয়করণ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাউবি’র প্রো-উপাচার্য (শিক্ষা) এবং অর্গানোগ্রাম সংশোধন ও পরিমার্জন কমিটির আহবায়ক অধ্যাপক ড. মাহবুবা নাসরীন কর্মশালায় সভাপতিত্ব করেন। বাউবি’র ০৬টি স্কুলের ডিন স্ব-স্ব স্কুলের অর্গানোগ্রাম ও একাডেমিক মাস্টার প্ল্যান পাওয়ার পয়েন্ট-এর মাধ্যমে উপস্থাপন করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রশাসন বিভাগের কাউন্সিল শাখার যুগ্ম-পরিচালক এমএস. নাজনীন আখতার।