পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক,টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের চেয়ারম্যান এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বাহান্নর ভাষা শহীদদের স্মরণে টিএমএসএস মেডিকেল কলেজের শহীদমিনারে পুস্পস্তবক অর্পণ করে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।