বাউবিতে অন-লাইনে কবিতা আবৃত্তি প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

image

You must need to login..!

Description

বিএমটিভি নিউজ ডেস্কঃ  বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের  শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত অমর একুশে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাউবি’তে কর্মরত শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীদের সন্তান এবং বাউবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনলাইনে ০৩ টি গ্রুপ ভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগিতার পুরুস্কার বিতরণী অনুষ্ঠান ২১ ফেব্রুয়ারি ২০২২ সোমবার গাজীপুরস্থ সেমিনার হলে অনুষ্ঠিত হয় । তিনটি গ্রুপে মোট ৩০ জন প্রতিযোগী অংশগ্রহন করে। ক” গ্রুপে শূন্য থেকে ৩য় শ্রেনী, খ” গ্রুপে ৪র্থ থেকে ৬ষ্ঠ শ্রেনী এবং গ” গ্রুপে ৭ম থেকে দশম শ্রেনীর শিক্ষার্থীরা অংশ নেয়। তিনটি গ্রুপে মোট ১১জন প্রতিযোগী বিজয়ী হয়।
উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, প্রো-উপচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম, বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ সরকার মোঃ নোমান, বাউবি’র বঙ্গবন্ধুর আদর্শে বিশ^াসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক মো: আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার