শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে হিরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার( ২৩ ফেব্রুয়ারী) সকালে নগরীর এস কে হাসপাতাল সামনে হতে ১২ গ্রাম হিরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলো চরঈশ্বরদিয়া মিল গেইট এলাকার সোলাইমানের ছেলে মনির ওরফে সুলতান (২২),নগরীর বাঘমারা এলাকার রুহুল আমিনের ছেলে মাজেদুর রহমান খান ওরফে রিপন (৪২), এবং আকুয়া মড়ল পাড়ার মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ হিমেল (২৬) ।
বুধবার বিকালে ডিবি অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
জেলা গোয়েন্দা শাখার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, নিয়মিত মাদক উদ্ধার অভিযানে তিন মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে । পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।