মাসিক সভায় আবারো জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালী মডেল থানা পুরস্কৃত

মাসিক সভায় আবারো জেলা গোয়েন্দা শাখা ও কোতোয়ালী মডেল থানা পুরস্কৃত

bmtv new No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ আজ বুধবার সকাল দশটায় পুলিশ লাইন হল রুমে জেলা পুলিশের জানুয়ার ‘২২ মাসের কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমদ জামানের সভাপতিত্বে সভায় সর্বোচ্চ সংখ্যক গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও নিষ্পত্তি করার জন্য কোতোয়ালি মডেল থানাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণ করেন কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ। এদিকে মামলার রহস্য উদঘাটন ও মাদকদ্রব্য উদ্ধার এ সাফল্য অর্জন করায় জেলা গোয়েন্দা শাখাকে পুরস্কৃত করা হয়। পুরস্কার গ্রহণ করেন জেলা গোয়েন্দা শাখার ওসি শফিকুল ইসলাম। জেলা পুলিশের আয়োজনে পুরস্কার বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ আহমদ জামান। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় পুলিশ সুপার আহমার জ্জামান বলেন, এ সাফল্যকে অব্যাহত রাখতে হবে। সভায় জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।