গফরগাঁওয়ে গৃহবধুর লাশ উদ্ধার

গফরগাঁওয়ে গৃহবধুর লাশ উদ্ধার

bmtv new No Comments

গফরগাঁও উপজেলা সংবাদদাতাঃ  বিএমটিভি নিউজঃ   গফরগাঁও উপজেলার পল্লীতে স্বামীর সাথে অভিমান করে মিসেস ছুফিয়া খাতুন (২৮) নামে ৮মাসের গর্ভবতী এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনার পর থেকে শনিবার রাত ৯টা পর্যন্ত স্বামী মোঃ জাকির হোসেন পলাতক রয়েছে । গতকাল রাতে (২৫শে ফেব্রয়ারি) উপজেলার পাগলা থানার নিগুয়ারি ইউনিয়নের পাতলাশী গ্রাম থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য । নিহত ছুফিয়া খাতুন পাতলাশী গ্রামের মোঃ জাকির হোসেনের বউ । এলাকাবাসী সুত্রে জানা গেছে ,মোঃ জাকির হোসেন ও মিসেস ছুফিয়া খাতুনের দম্পতির ১০বছর বয়সী এক ছেলে ও চার বছর বয়সি এক মেয়ে সন্তান রয়েছে । এ ছাড়া ছুফিয়া খাতুন আট মাসের গর্ভবতী ।