স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ জেলা গোয়ান্দা শাখা, (ডিবি) পুলিশ এর অভিযানকালে ২০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম, জানান ময়মনসিংহের নির্দেশনায় এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানা এলাকায় ২৭ ফেব্রুয়ারী সন্ধ্যায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার পাটগুদামস্থ হাজী কাশেম আলী কলেজের সামনে হতে ২০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী নীলক্ষিয়া দিগলাপাড়ার মোছাঃ সুরাইয়া বেগম (২৮), এবং এসআই(নিঃ) মোহাম্মদ শহিদুল ইসলাম সংগীয় অফিসার ফোর্সসহ ২৭ ফেব্রুয়ারী রাতে জেলার ত্রিশাল থানার গোপালপুর থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গোপালপুরের কামরুজ্জামান ওরফে কামরুল (৩০),কে গ্রেফতার করা হয়।
২০ গ্রাম হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের বিষয়ে ২ মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে কোতোয়ালী ও ত্রিশাল থানায় পৃথক মামলা দায়ের করা হয়। আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।