ঐতিহাসিক ৭মার্চ দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসকের নেতৃত্বে শ্রদ্ধা

ঐতিহাসিক ৭মার্চ দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসকের নেতৃত্বে শ্রদ্ধা

March 7, 2022 499 Views

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ঐতিহাসিক ৭ই মার্চ দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষে থেকে জেলা প্রশাসক এনামুল হক এর নেতৃত্বে শ্রদ্ধা জানিয়েছেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীরা।

ঐতিহাসিক ৭ মার্চ। বাঙালি জাতির দীর্ঘ স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি দিন। ১৯৭১ সালের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সেই সাথে তিনি পাকিস্তানের শাসকগোষ্ঠীর হাত থেকে দেশকে মুক্ত করতে জাতিকে স্বাধীনতা যুদ্ধের প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন।

সেই ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপনের অংশ হিসেবে (৭ই মার্চ)সোমবার সকাল ৭টায় ময়মনসিংহ সার্কিট হাউজ প্রাঙ্গনে জেলা প্রশাসন,ময়মনসিংহের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক।
এ সময় উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ জাহাঙ্গীর আলম,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আয়েশা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)
সমর কান্তি বসাক,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা), ময়মনসিংহ (অতিরিক্ত দায়িত্ব) পারভেজুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক পুলক কান্তি চক্রবর্তী,ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) এলএ মাহমুদা হাসান ,সহকারি কমিশনার, সাধারন শাখা ( এস. ডি. জি বিষয়ক পরিসংখ্যান সেল, মুজিব বর্ষ সেল ও প্রটোকল অফিসার-২) মনোরঞ্জন বর্মনসহ স্থানীয় রাজনৈতিক সামাজিক,ক্রিড়া বিশেষজ্ঞ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।।

সাম্প্রতিক