গফরগাঁওয়ে পরোয়ানা ভুক্ত ২জন গ্রেফতার

গফরগাঁওয়ে পরোয়ানা ভুক্ত ২জন গ্রেফতার

March 7, 2022 390 Views

গফরগাঁও উপজেলা সংবাদদাতা ঃ আজ সোমবার (৭মার্চ) গফরগাঁও উপজেলার বিভিন্ন গ্রাম হতে গফরগাঁও থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ২জন আসামী গ্রেফতার করে । এরা হলেন ঃ সালটিয়া ইউনিয়নের ষোলহাসিয়া গ্রামের মৃত হেকিমের ছেলে মোঃ সাইফুল ইসলাম ওরফে রিপন (৩৫) ও রাওনা গ্রামের মোঃ করিমের ছেলে মোঃ বদরূল ইসলাম (৩৭) ।

সাম্প্রতিক