ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহে মানবতাবিরোধী অপরাধ মামলার আসামি গ্রেপ্তার

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলপুরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম আব্দুর রশিদ সরকার (৮৫)। মঙ্গলবার (০৮ মার্চ) দুপুর ১টার দিকে ফুলপুর পৌরসভার আমুয়াকান্দা-পয়ারী রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার আব্দুর রশিদ সরকার উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের দারুয়ারি গ্রামের প্রয়াত তরিফ উদ্দিন সরকারের ছেলে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গোপন তথ্যে রশিদ বাড়িতে এসেছেন জেনে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

LATEST POSTS