ঋণ আদায়ে কর্মকর্তাদের আচার আচরণে যত্নশীল হওয়ার আহবান – টিয়া প্রতিনিধি

ঋণ আদায়ে কর্মকর্তাদের আচার আচরণে যত্নশীল হওয়ার আহবান – টিয়া প্রতিনিধি

March 9, 2022 282 Views

খুলনা থেকে উত্তরাঞ্চলীয় প্রতিনিধিঃ বিএমটিভি নিউজঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের খুলনা জোনের পূর্ব রুপসা শাখা কার্যালয় গতকাল আকস্মিক পরিদর্শন করেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক খান পিভিএম। এ উপলক্ষে শাখা কর্মকর্তা ও উপকারভোগী সদস্যদের সাথে পৃথক পৃথক ভাবে ঋণ বিতরন,খেলাপি,মেয়াদোর্ত্তীণ ঋণ আদায় ও ঋণের টাকা যথাযথ প্রকল্পে বিনিয়োগ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
টিএমএসএসের পূর্ব রুপসা শাখার ব্যবস্থাপক মোঃ রাজা চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক ও টিএমএসএসের ইনফরমেশন ইনটেলিজেন্ট (T.I.I.A)এজেন্ট আব্দুল খালেক খান। তিনি টিএমএসএসের নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগমের পক্ষ থেকে উপস্থিত সকলকে নতুন বছরের ফুলের শুভেচ্ছা জানিয়ে কর্মকর্তা ও সদস্যদের প্রতি সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহবান জানান। তিনি খেলাপি ও মেয়াদ উত্তীর্ণ ঋন আদায়ে সদস্যদের সাথে আচার-আচরণে যত্নশীল হওয়ার জন্য কর্মকর্তাদের পরামর্শ দেন। সদস্যদের মধ্যে ক্ষুদ্র সঞ্চয়,হাঁস,মুরগী পালন,সংগঠনের বিভিন্ন আমানত প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে সদস্যদের পরামর্শ দেন। TIIA প্রতিনিধি প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালকের নির্দেশনা গুলি মেনে চলার জন্য কর্মকর্তা ও সদস্যদের বিশেষ আহবান জানান। আলোচনায় অন্যদের মধ্যে অংশ নেন শাখার হিসাব কর্মকর্তা আইরিন আক্তার,মোঃ রিয়াজুর ইসলাম,বিনিয়োগ কর্মী মোঃ শিপু বিশ্বাস,মোঃ নূরুল আমীন,মোঃ অয়েজ কুরুনি,প্রিন্স সাহা, মোছাঃ হালিমা বেগম,সদস্যদের মধ্যে মোছাঃ নাছিমা খাতুন, মোছাঃ তাছলীমা খাতুন, মোঃ নূর আলম ও মোঃ শহীদুল্লা প্রমুখ।

সাম্প্রতিক