ময়মনিসংহে জলবায়ু পরিবর্তন অবহিত করন সভা অনুষ্ঠিত হয়

ময়মনিসংহে জলবায়ু পরিবর্তন অবহিত করন সভা অনুষ্ঠিত হয়

BMTV Desk No Comments

স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে জলবায়ু পরিবর্তন, গ্রীন ক্লাইমেট ফান্ট ও পিকেএসএফ এর পরিবেশ বিষয়ক কার্যক্রম সম্পর্কে অবহিত করন সভা অনুষ্ঠিত হয় ।
বুধবার (৯ র্মাচ) ময়মনসিংহ জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনয়তনে পল্লী র্কম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ ) আয়োজনে ও গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার (গ্রামাউস) সহযোগিতায় এসভা অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তারা বলেন সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবন-মানের উন্নয়নের জন্য পল্লী কর্ম-সহায়ক (পিকেএসএফ) ও গ্রামীন মানবিক উন্নয়ন সংস্থা ( গ্রামাউস) বহু মাত্রিক উন্নয়ন মূলক কার্যক্রম পরিচালনা করছে।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃআনোয়ার হোসেন পিকে এসএফ এর উপ-ব্যবস্হাপনা পরিচালক ড.ফজলে রাব্বি ছাদেক আহমাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন । স্বাগত বক্তব্য রাখেন গ্রামাউস এর নির্বাহী পরিচালক মোঃ আবদুল খালেক ।
এসময় আরও উপস্থিত ছিলেন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন , স্থানীয় সরকার প্রতিষ্ঠান,উন্নয়ন সহযোগী, শিক্ষা প্রতিষ্ঠান এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।