স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে মোট ০৭ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসিশাহ কামাল আকন্দ জানান, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে বিভিন্ন অপরাধের দায়ে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
এসআই(নিঃ) মোঃ শাহজালাল এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার ঢোলাদিয়া সাকিন হতে চুরি মামলার আসামী চরজেলখানার ইসমাইল মিয়া (২৩)কে গ্রেফতার করা হয়। এসআই(নিঃ) কুমোদলাল দাস এর নেতৃত্বে কোতোয়ালী মডেল থানার চুরপাড়া হতে ডাকাতির চেষ্টা (পুরাতন) মামলার আসামী কৃষ্টপুর দৌলতমুন্সী রোডের মোঃ সোহেল(২৮), কে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) মানিকুল ইসলাম এর নেতৃত্বে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার র্বোডবাজার এলাকা হতে গাজীপুর গাছা থানা পুলিশের সহায়তায় অপহরন (পুরাতন) মামলার আসামী মোঃ রনি ময়িা(২২),-গ্রেফতার করা হয়। সে ময়মনসিংহ জেলার কোতোয়ালী,মধ্যবাড়রো (ওর্য়াড হাসপাতাল সংলগ্ন)।
ইহা ছাড়াও এসআই(নিঃ) আবুল কাশেম, এসআই(নিঃ)এসএম নূর মোহাম্মদ, এসআই(নিঃ) আশিকুল হাসান এবং এএসআই(নিঃ) আবুল কালাম আজাদ পৃথক পৃথক থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর গ্রেফতারী পরোয়ানা ৪জন আসামী গ্রেফতার করা হয়। এরা হলেন ময়মনসিংহ কোতোয়ালী, ভাটিঘাগড়ার হুমায়ুন(৪০),সানকিপাড়া শেষ মোড়ের সোহেল পাঠান, উজান ঘাগড়া মধ্যপাড়ার মোঃ চান মিয়া ওরফে খোকা(৫৩), উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে।
গ্রেফতারকৃত প্রত্যেককে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে