পাবনা থেকে আব্দুল খালেক খানঃ বিএমটিভি নিউজঃ উত্তর জনপদ বগুড়ায় অবস্থিত দেশের শীর্ষ স্থানীয় এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড হোসনে আরা বেগম কে দেশের নারী জাগরণের পথিকৃৎ আন্তর্জাতিক নারী দিবসে মহীয়সী নারী হিসাবে তাকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার সম্মাননা প্রদান করা হয়। দেশের অবহেলিত নারীদের সামাজিক ভাবে জাগরিত করা,তাদের সঠিক পথ দেখানো এবং পারিবারিক ও সমাজে অবদান রাখার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন।পাশাপাশি বর্তমান সমাজের অনগ্রসর নারীদের বিভিন্ন ভাবে তিনি জাগরির করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ সকল সামাজিক তথা সার্বিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ তাঁকে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। সম্প্রতি বগুড়ার টিএমএসএসের হোটেল মমইনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়। এ সম্মাননার জন্য অভিভূত ও কৃতজ্ঞতা জানান।