ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় কুশমাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধর্মীয় নেতাদের নিয়ে ত্রৈ মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নারী কল্যাণ,বাল্য বিবাহ,নারি নির্যাতন প্রতিরোধ,পারিবারিক বিভিন্ন কাজে নারীদের সহযোগিতা আলোচনা হয়। সভাপতিত্ব করেন আমানুল্লাহ আমান ধামর বিডিসি ও ধর্মীয় নেতা কুশমাইল ইউনিয়ন, আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার শ্যামলা শান্তি কুরাইয়া, কুশমাইল পি এফ এ, জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা রেবেকা মুর্মু কুশমাইল ইউনিয়ন, সকল ধর্মের নের্তৃবৃন্দ।